নতুন বছরের ছয় মাসও হয়নি। এর মাঝেই ২০২০ এর মোট মৃত্যুসংখ্যাকে ছাড়িয়ে গেছে এবছর কোভিড ১৯ এ মৃতদের মোট সংখ্যা।
২০২০ সালে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট প্রায় ১৮ লক্ষ ৮০ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। John Hopkins বিশ্ববিদ্যালয়ের ডেটা বলছে, গত ১০ জুন এ বছর বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত মৃতদের সংখ্যা তা ছাড়িয়ে গেছে। বছরের শুরু থেকেই উত্তর আমেরিকা ও ইউরোপের নানা অংশে সংশ্লিষ্ট করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলো তান্ডব চালাতে থাকে। লার্জ স্কেল ভ্যাক্সিনেশন, লকডাউন ও নানা ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এখন পর্যন্ত অবস্থার কিছুই উন্নতি হয়নি কার্যত। উলটো, ডেটাবেজ বলছে, অবস্থার আরো অবনতি হয়েছে ২০২০ সালের তুলনায়।


মৃতের এ সংখ্যার একটা বড়ো অংশ বড়ো অংশ ইন্ডিয়ার। বছরের শুরু থেকেই দেশটির রাজধানী দিল্লি সহ নানা এলাকায় অবস্থার খুবই অবনতি হতে থাকে। এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৩ লাখ মানুষ প্রাণ দিয়েছেন এই মহামারীতে। ইন্ডিয়ার এই বাজে পরিণতির কারণ বিবেচনা করা হয় SARS-CoV-2 ভাইরাসটির ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য; অন্য ভ্যারিয়েন্টগুলো থেকে যা ৬০% দ্রুত ছড়ায় বলে ধারণা করছেন গবেষকরা।
আরো পড়ুন: ৯০ শতাংশ হাঙ্গরের বিলুপ্তি! নতুন গবেষণায় এল চাঞ্চল্যকর তথ্য
গামা নামের আরেকটি উচ্চ সংক্রমণশীল ভ্যারিয়েন্টের কারণে ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া সহ লাতিন আমেরিকার দেশগুলোও দৈনিক উচ্চ মাত্রার সংক্রমণের সম্মুখীন হচ্ছে। সার্বিক পরিস্থিতি এ কথারই স্বীকৃতি দিচ্ছে, আগের স্বাভাবিক জীবনে দ্রুতই ফিরে যাওয়া নিকট ভবিষ্যতে আমাদের জন্য হয়তো সম্ভব না।
তথ্যসূত্র: IFLScience.com