চেক রিপাবলিকে ৪৫০ মিলিয়ন বছর পূর্বের এক ট্রাইলোবাইট এর জীবাশ্মের সন্ধান পাওয়া যায় যার শুধু মাত্র মাথাটাই অবশিষ্ট ছিল। জীবাশ্মটি ১৮৪৬ থেকে ‘Czech Geological Survey‘ এর সংগ্রহে ছিল। বর্তমান সময়ে, যখন গবেষকরা এটাকে আরো ভালোভাবো পরিক্ষা করার দিকে মনোনিবেশ করলেন তখন তারা আবিষ্কার করলেন বেশ চমৎকার এক গল্প। গবেষকরা মনে করেন একটি বড় সামুদ্রিক কাকড়াবিছার সাঁড়াশি এর চোখ কেড়ে নিয়েছিল এবং এর খোলসে ও মুখে আচড় কেটে দিয়েছিল ৪৫০ মিলিয়ন বছর আগে। তবে ট্রাইলোবাইটটি বেঁচে গিয়েছিল এবং পরবর্তীতে আরেকটি নতুন কার্যক্ষম চোখও তৈরি করতে পেরেছিল!
খুবই কম ট্রাইবোলাইট জীবাশ্ম পাওয়া গেছে যারা মাথায় আঘাত পেয়েও বেঁচে ফিরেছে। আর যেকোনোভাবেই হোক, Dalmanitina socialis প্রজাতির এই ট্রাইলোবাইটটি শুধু বেঁচেই ফিরেনি, বরং হারানো চোখও পুনরুৎপাদন করেছিল।
চেক গবেষকরা তাদের পেপারে লিখেন ” যদিও পুনরুৎপাদিত চোখটি একটু উত্তরোত্তর স্থানান্তরিত ও বাঁকা ছিল এবং লেন্সও অস্বাভাবিক ছিল, তাও এটি সম্পূর্ণ কর্মক্ষম একটি অঙ্গ ছিল। “

ছবি:H. Zell/Wikimedia Commons/CC BY 3.0
প্যালিওজাইক সময়কালে সমূদ্রতে ইউরিপিটারিড নামক শিকারী থাকত যারা কাকড়াবিছার মতো দেখতে ছিল। ‘সামুদ্রিক কাঁকড়াবিছা’ নামেও পরিচিত এসব প্রাণী একটা মানুষের হাতের থেকে শুরু করে পুরো শরীরের সমান আকারের হতে পারতো। যদিও এটা নিশ্চিত না যে, এই ট্রাইলোবাইটটাকে আক্রমণ করেছে, তারপরও খুব সম্ভবত এই ইউরিপিটারিড-ই ছিল সেই সময়ের, সেই দিনের শিকারী।

আমরা জানি যে বর্তমান সেফালোপড, যেমন অক্টোপাস, শিকারের চোখের ভেতর তাদের কর্ষিকা ঢুকিয়ে দেয়। কিন্তু ট্রাইলোবাইটের জীবাশ্মটি চোখ ছিদ্র হওয়ার মতো কোনো ঘটনার প্রমাণ দেয়নি। চোখের কেড়ে নেয়া এবং আচড়ের দাগ থেকে তাই ধারণা করা হচ্ছে যে কোনো কাকড়াবিছাই দোষী। তাছাড়া ঐ একই অঞ্চলে গবেষণা করে ট্রাইলোবাইটের সাথে বৃহৎ সামুদ্রিক কাকড়াবিছার জীবাশ্মও পাওয়া গেছে যাদের সাঁড়াশি ঐসব আচড় কাটতে যথেষ্ট যোগ্য ছিল।
ট্রাইলোবাইট জীবাশ্ম পৃথিবীতে পাওয়া ‘চোখ‘ এর সবচেয়ে প্রাচীনতম প্রমাণ ধারন করে। তাই এমন একটা ট্রাইলোবাইটের জীবাশ্ম পাওয়া খুবই দূর্লভ যে একটা চোখ হারিয়েও আরেকটা তৈরি করতে পেরেছিল। এর ওপর আরো বিস্তর গবেষনা হয়তো নতুন কোনো দুয়ার খুলে দিতে সক্ষম। যেখানে তাদের এই চোখ হারিয়ে নতুন চোখ তৈরির ক্ষমতার পেছনের কারণ উৎঘাটন করে সেটা নিয়ে গবেষনা করা।
গবেষণাপত্র: Exoskeletal and eye repair in Dalmanitina socialis (Trilobita): An example of blastemal regeneration in the Ordovician?,
International Journal of Paleopathology (2021)
DOI: j.ijpp.2021.05.011