বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর ডিরেক্টর জেনারেল, টেড্রোস অ্যাধনম ঘেরিবাইসাস সাংবাদিকদের বলেন যে করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট ইতোমধ্যে ৮৫ টি দেশে সনাক্ত করা হয়েছে এবং এর বিস্তার তাদের মধ্যেই সবচেয়ে বেশি যারা এখনো পর্যন্ত টিকা নেননি। তিনি আরো বলেন যে আস্তে আস্তে পৃথিবীর সব দেশই সামাজিক দূরত্ব ও সাধারণ স্বাস্থ্যবিধির উপর জোর দেয়া কমিয়ে দিচ্ছে। যার কারণে আমরা বর্তমানে সংক্রমণের হারের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
There’s a lot of concern about the #COVID19 Delta variant – the most transmissible one identified so far. We must use tailored public health & social measures in combination with #VaccinEquity to stop the transmission.
It’s quite simple: less transmission, less variants. pic.twitter.com/u9ZnVIS2ej— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) June 25, 2021
টেড্রোস বলেন যে করোনা ভাইরাসের আরো ভেরিয়েন্টের আগমনও অস্বাভাবিক না। তিনি ব্যাখ্যা করেন যে ‘ভাইরাস এরকমই করে, তারা বিকশিত হয়ে শক্তিশালী হতে পারে‘। যত বেশি সংক্রমণ হবে তত বেশি ভেরিয়েন্টের জন্ম হবে। এর প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা নেয়া।
আরো পড়ুন: কোভিড-১৯ চিকিৎসায় আরও ১৬০টি ওষুধ কার্যকরী, জানালেন কেম্ব্রিজের বিজ্ঞানীরা
WHO এর কোভিড টেকনিক্যাল লিড, মারিয়া ভ্যান কেরখভ, বলেন যে, ‘যে দেশেই যায় না কেন, করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট অতি দ্রুত ছড়িয়ে পড়ে… এমনকি (করোনা ভাইরাসের বিরুদ্ধে) উচ্চ প্রতিরোধ হার সম্পন্ন দেশেও।‘ তিনি আরো বলেন যে, ‘করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট বৈশ্বিক মহামারীর বক্ররেখাকে সূচকীয়ভাবে বৃদ্ধি করতে পারে।‘
তথ্যসূত্র: জাতি সংঘ, বিবিসি