মৃত্যুর সাথে মস্তিষ্কের কি হয়? সম্প্রতি প্রকাশিত একটি গবেষণাপত্রে স্নায়ুবিজ্ঞানীরা মুমূর্ষু মানুষের মৃত্যুর আগ মূহুর্তে মস্তিষ্কের কার্যকলাপ রেকর্ড করেছেন এবং এতে তারা দেখতে পেরেছেন যে মৃত্যুর সময় মস্তিষ্কের ছন্দময় তরঙ্গের ধরণগুলি সাধারণ মানুষের স্বপ্ন দেখা, স্মৃতি স্মরণ এবং ধ্যানের সময়ও ঘটে।
মৃত্যু থেকে ফিরে আসে মৃত্যুপথযাত্রীরা অর্থাৎ near-death experiences (NDEs) এ ভুক্তভোগীরা প্রায়শই তাদের ‘প্রায়’ মৃত্যুর অতিজ্ঞতা বলার সময় একইরকম বর্ণনা করে থাকেন। কেউ শৈশবের প্রাণবন্ত স্মৃতি দেখতে পান, কেউ মনে করেন তিনি দেহের বাইরে ঘুরে বেড়িয়েছেন, সাথে উজ্জ্বল আলো যা এক প্রশান্তির অনুভূতি তৈরি করেছ। মৃত্যুর সময়ও এসব কথা অনেকে বলে থাকে।
মৃত্যু সম্পর্কে এমন প্রচুর উপাখ্যানমূলক প্রমাণ পাওয়া যায়। তবে মৃতুর সাথে সাথে মস্তিষ্কে কী ধরণের পরিবর্তন ঘটে সে সম্পর্কে খুব বেশি তথ্য বিজ্ঞানীদের কাছে নেই। তবে আশার বাণী এই যে, এবার প্রথমবারের মতো বিজ্ঞানীরা মৃত্যুর সময় মস্তিষ্কের নিউরাল ডায়নামিক্স সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সম্ভব হয়েছেন । কি বলা হচ্ছে এই তথ্যে?

৮৭ বছর বয়সী এক বৃদ্ধ পড়ে গিয়ে আহত হওয়ায় যখন এস্তোনিয়ার জরুরী বিভাগে ভর্তি করা হয়। তখন তার চিকিৎসা করার সময় খিচুনি উঠে যা সনাক্তের জন্য ডাক্তাররা ইলেকট্রোসেফালোগ্রাফ (ইইজি) ব্যবহার করেন। ইইজি হলো এমন একটি পরীক্ষা সেখানে মাথার ত্বকে ছোট-ছোট ধাতব ইলেক্ট্রড সংযুক্ত করে মস্তিষ্কের বৈদ্যুতিক ক্রিয়াকলাপ শনাক্ত করা হয়।
আমাদের মস্তিষ্কের কোষগুলো বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে, এমনকি তখনও যখন আমরা ঘুমিয়ে থাকি। তো দুর্ভাগ্যজনকভাবে পরীক্ষাটি চলাকালীন রোগীর হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান। ঠিক তখনই প্রথমবারের মতো মৃত্যুর সময়কার অর্থাৎ মৃত্যুর ঠিক আগ মূহুর্তে মস্তিষ্কে কি ধরনের ক্রিয়াকলাপ সংগঠিত হয় তা রেকর্ড হয়ে যায় ইইজি মনিটরে।
লুইভিন বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন, আজমল জেমার বলেন, ” আমরা মৃত্যুর সময় প্রায় ৯০০ সেকেন্ড ধরে মস্তিষ্কের ক্রিয়াকলাপ পরিমাপ করেছি এবং হৃৎস্পন্দন একেবারে বন্ধ হওয়ার আগে ৩০ সেকেন্ডের মধ্যে কি হয়েছিলো সেটিকেই বেশি ফোকাস করেছি।”

এর আগে মস্তিষ্কের ক্রিয়াকলাপগুলোকে বিভিন্ন পরিমাপের মাধ্যমে পরিমাপ করা হয়েছে। যেমন আলফা, বিটা, ডেলটা, থিটা, গামা। এর মধ্যে গামা তরঙ্গ নির্দেশ করে উচ্চ পর্যায়ের কাজ যেমন মনোনিবেশ, ধ্যান, স্বপ্ন দেখা, অতীতের স্মৃতি দেখা, স্মৃতি সাজিয়ে রাখা। ৮৭ বছর বয়সী সেই বৃদ্ধের ক্ষেত্রে বিশেষজ্ঞরা যে তরঙ্গ শনাক্ত করেছেন তা হলো গামা। তাই ধারনা করা হচ্ছে, মৃত ব্যক্তি হয়তো মৃত্যুর সময় তার অতীত জীবনকে চোখের সামনে দেখতে পেয়েছেন। যাকে বলা হচ্ছে “ফ্ল্যাশব্যাক“!
গবেষণাপত্র: Enhanced Interplay of Neuronal Coherence and Coupling in the Dying Human Brain, Frontiers in Aging Neuroscience (2021)
DOI: 10.3389/fnagi.2022.813531
বিজ্ঞানের এমন নতুন, যুগান্তকারী তথ্য পেয়ে আমি কৃতজ্ঞ
cheap sildenafil 50mg – usa viagra overnight sildenafil 150mg tablet
prednisolone 40mg brand – generic prednisolone 20mg order tadalafil 20mg for sale
order augmentin 625mg for sale – order augmentin 625mg order generic cialis 5mg
buy sulfamethoxazole generic – order sildenafil 50mg online buy sildenafil 50mg for sale
cephalexin 500mg for sale – erythromycin medication erythromycin 250mg without prescription
sildenafil pills – buy nolvadex 20mg without prescription stromectol for human
buy budesonide without prescription – rhinocort online purchase antabuse pill
order cefuroxime 250mg sale – buy methocarbamol 500mg pill cialis from canada
ampicillin 500mg for sale – generic ciprofloxacin tadalafil 40mg sale
amoxicillin price – zithromax generic cost vardenafil
cialis 5mg cost – best online pharmacy canada buy modafinil for sale