সাধারণত আমরা যখন প্রকৃতির দৃশ্যের দিকে তাকাই তখন সেই দৃশ্য আমাদের কাছে বেশ চকচকে আর প্রাণবন্ত লাগে। আদতে সেই দৃশ্যটি মোটেও আমারা যেরকম দেখি সেরকম না। অন্তত আমরা যেরকম দেখি সেরকম তো নয় বটে। প্রাকৃতিক মলিন দৃশ্যকে আমাদের মস্তিষ্কে আমাদের এরকম প্রাণবন্ত আর নান্দনিক হিসেবে দেখায়।
এখন প্রশ্ন হলো, আমাদের চোখে কীভাবে একটি প্রকৃতির দৃশ্য তার সৌন্দর্যে একটা চকচকে ভাব লাভ করে? আমরা জানি যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে সক্রিয় করে। কিন্তু মস্তিষ্ক কীভাবে সেই ভিজ্যুয়াল সিগনালকে আমাদের কাছে সৌন্দর্যবোধবিশিষ্ট করে তোলে? কেন আমরা পহাড়-পর্বতের দৃশ্য বা মেঘ উড়ে যাবার দৃশ্যকে ‘সুন্দর’ হিসাবে ভাবি? ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর এম্পিরিকাল অ্যাস্থেটিক্সের এক গবেষণা দল এই প্রশ্নটি উত্তন অনুসন্ধান করেছে। এবং পর্যবেক্ষণ করার চেষ্টা করেছে যে কীভাবে আমাদের মস্তিস্ক নিছক এক মলিন প্রাকৃতিক দৃশ্য থেকে প্রাপ্ত সিগনালকে আমাদের মস্তিস্কের কাছে সৌন্দর্যবোধবিশিষ্ট করে তোলে।
গবেষণায়, দলটি ২৪ জন অংশগ্রহণকারীদের সামনে নান্দনিক প্রকৃতিক দৃশ্যের ভিডিও উপস্থাপন করেন। তারপর তারা functional magnetic resonance imaging (fMRI) ব্যবহার করে অংশগ্রহণকারীদের মস্তিষ্কের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করেন।

ছবি: Ayse Ilkay Isik
তাদের এই গবেষণাপত্র Frontiers in Human Neuroscience জার্নালে ২১শে জুলাই, ২০২১ তারিখে প্রকাশিত হয়। এ ব্যাপারে প্রধান গবেষক ড. আইসে ইলকে ইসিক ব্যাখ্যা করেন যে, “ “আমরা মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমের মধ্যেই এসব নান্দনিক দৃশ্য দেখার সৌন্দর্যবোধবিশিষ্ট সংকেতের সীমাবদ্ধ থাকার প্রত্যাশা করেছিলাম। তবে আশ্চর্যের বিষয় হল, অংশগ্রহণকারীরা ভিডিওগুলি দেখার সময় আমরা তাদের মস্তিষ্কের ভিজ্যুয়াল অঞ্চলে ইতিমধ্যেই সেটা উপস্থিতি লক্ষ্য করেছি। মস্তিষ্কের যে অংশ দৃশ্যের বিভিন্ন লেআউট থেকে ফিজিকাল ফিচারের উপস্থিতি চেনার তথ্য সংগ্রহ করে তার ঠিক পাশেন অঞ্চলেই রয়েছে।“
গবেষণা পত্রটির সিনিয়র লেখক এডওয়ার্ড ভেসেল মনে করেন যে এই সংকেতগুলি সৌন্দর্য্য উপলব্ধি করার প্রাথমিক রূপ প্রতিফলিত করতে পারে। তিনি বলেন, “যখন আমরা আমাদের প্রত্যাশার বাইরে কিছু দেখি তখন মস্তিষ্কের টিস্যুর লোকাল প্যাচ ক্ষুদ্র ‘পরমাণু’ কে ধনাত্মক আধান দ্বারা প্রভাবিত করে। এমন অনেক বিস্ময়কর সংকেতের সংমিশ্রণ ভিজ্যুয়াল সিস্টেম জুড়ে একটি নান্দনীক এবং অসাধারণ অভিজ্ঞতা অর্জনের অনুভূতি যোগ করে।”
গবেষনা থেকে প্রাপ্ত এই নতুন জ্ঞানের সাহায্যে, আমাদের মস্তিষ্ক কীভাবে সৌন্দর্য বোঝার ক্ষেত্রে অবদান রাখে সেটা বুঝতে সাহায্য করবে। শুধু তাই নয়, প্রাকৃতিক পরিবেশের সাথে মিথস্ক্রিয়া কীভাবে আমাদের মঙ্গল-বোধকে প্রভাবিত করতে পারে তা স্পষ্ট করে তুলতে সহায়তা করতে পারে। এই গবেষণা ক্লিনিকাল স্বাস্থ্যসেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছ। কেননা এই গবেষণা আমাদের আবেগ এবং উপলব্ধি সম্পর্কে আরো সুনির্দিষ্টভাবে জানতে সাহায্য করবে। হতে পারে একদিন আমরা এই আবেগ আর উপলব্ধি শক্তিকে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা নানা কারণে যারা এই শক্তগুলো হারিয়ে ফেলেছে তাদের চিকিৎসার ক্ষেতে সাহায্য করবে।
গবেষনাপত্র: Brain Responses to Aesthetically Appealing Natural Landscape Movies, Frontiers in Human Neuroscience (2021)
DOI: 10.3389/fnhum.2021.676032
buy sildenafil 100mg pills – sildenafil 50mg oral sildenafil 100mg pills for men
buy prednisolone 10mg – buy tadalafil 20mg pills buy tadalafil 10mg pill
buy augmentin 625mg generic – cialis oral cialis oral
bactrim 960mg for sale – viagra 100mg ca viagra 150mg us
cephalexin 125mg for sale – cephalexin 250mg pills erythromycin canada
fildena 50mg pill – purchase nolvadex pill buy liquid ivermectin
oral budesonide – order antabuse 250mg generic order disulfiram 250mg without prescription
purchase cefuroxime online cheap – ceftin tablet cialis 40mg pills
ampicillin price – buy ampicillin 250mg generic tadalafil 40mg
buy tadalafil 5mg pill – online canadian pharmacy legit modafinil 100mg pills