চিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা CCTV গত ২৭ জুন Tianwen-1 ল্যান্ডারটির রেকর্ডকৃত প্রথম অডিয়ো প্রকাশ করে। Tianwen-1 এর রোভারটি গত ২১মে মঙ্গলে অবতরণ করে। এর সাথে Zhurong রোভারের মঙ্গলের চলার ভিডিয়ো প্রকাশ করেছে, যা রোভারের রেখে যাওয়া ছোট্ট ক্যামেরাতে তোলা ছবিগুলো একত্র করে তৈরী করা হয়।
চিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা CCTV গত ২৭ জুন Tianwen-1 ল্যান্ডারটির রেকর্ডকৃত প্রথম অডিয়ো প্রকাশ করে। Tianwen-1 এর রোভারটি গত ২১মে মঙ্গলে অবতরণ করে। এর সাথে Zhurong রোভারের মঙ্গলের চলার ভিডিয়ো প্রকাশ করেছে, যা রোভারের ছোট্ট ক্যামেরাতে তোলা ছবিগুলো একত্র করে তৈরী করা হয়।
Tianwen-1 মিশনের এর প্রধান ডিজাইনার Jia Yang বলেন,
শব্দগুলো তৈরী হয়েছে ল্যান্ডার থেকে রোভার নামার সময় পিনিয়ন থেকে। আমরা রোভারে রেকর্ডার যুক্ত করেছি, যার উদ্দেশ্য হলো মঙ্গলের ঝড়ো বাতাসের সময় বাতাসের শব্দ রেকর্ড করে রাখা। আমরা সত্যিই শুনতে চাচ্ছিলাম যে, পৃথিবী ছাড়া অন্য গ্রহে বাতাসের শব্দ কেমন শোনায়।
গত ১১ জুন চিনের রোভার ও ল্যান্ডারের ছবি, মঙ্গলের Utopia Planitia এরিয়াতে। ছবিঃ CNSA
চিনের Zhurong রোভারটা Tianwen-1 মিশনের প্রধান জিনিস। মিশনে অরবিটার (মঙ্গলকে ঘিরে ঘুরছে, রোভার থেকে পৃথিবীতে তথ্য প্ররণ করে) এবং রোভার (সাথে ল্যান্ডার) লাল গ্রহে ২০২০ এর জুলাইয়ে প্রেরণ করা হয়। এবং ফেব্রুয়ারিতে মঙ্গলকে ঘিরে ঘুরতে থাকে। রোভারটি ১৪ মে মঙ্গলের Utopia Planitia অংশে অবতরণ করে। ছয়টি বৈজ্ঞানিক যন্ত্রাংশের মাধ্যমে লাল গ্রহটিকে বিশ্লেষণ করবে, যারা একটি হলো মাইক্রোফোন।
অডিয়ো, ভিডিয়ো ও ছবি এবারে প্রকাশ করা হয়েছে অডিয়ো ফাইলসহ, যখন ল্যান্ডার থেকে রোভার বের হয়। আমরা মঙ্গলের আবহাওয়া ও পরিস্থিতির বিষদ বিশ্লেষণ করতে পেরেছি, যেমন: মঙ্গলের আবহাওয়ার ঘনত্ব পরিমাপ করা, ইত্যাদি।
দ্বিতীয় আরেকটা ভিডিয়ো প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যায়, ল্যান্ডার থেকে রোভারের অবতরণের ও চলার এক চমৎকার দৃশ্য। এছাড়াও ল্যান্ডারের সাথের প্যারাসুট খোলার দৃশ্যধারণে সক্ষম হয়, যখন মঙ্গলে মাটিতে নামার প্রস্তুতি নেয়, এবং মঙ্গলের অবতরণের সময়ের দৃশ্য।
সফল মঙ্গল ল্যান্ডিং। ছবিঃ বিবিসি
২৪০ কেজি ভরের Zhurong রোভারটা ৯০ মঙ্গলীয় দিন পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। এই সময় লাল গ্রহটিকে এর হাই রেজ্যুলেশন ক্যামেরা, সারফেস রাডার, মাল্টি-স্প্রেকটাল ক্যামেরা ও সারফেস কম্পোজিশন ডিটেক্টর, ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর, ও একটা আবহাওয়া মনিটরের মাধ্যমে তথ্য ধারণ ও বিশ্লেষণ করবে। Tianwen-1 অরবিটারটি এক মঙ্গলীয় বছর টিকে থাকার জন্য ডিজাইন করা হয়েছে, যার পৃথিবীর সময় ৬৮৭ দিন।
গত ১লা অক্টোবর রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হওয়া আইসিপিসি (International Collegiate Programming Contest) এর ৪৫তম আসরে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শুরু...