মেরুদণ্ডের দূরারোগ্য ব্যথাগুলো থেকে দীর্ঘস্থায়ী পরিত্রাণ পাওয়া যেতে পারে একটি মেরুদণ্ডে অতিক্ষুদ্র স্ফীত ডিভাইস স্থাপন করার মাধ্যমে! এটি মূলত বৈদ্যুতিক চার্জ নির্গত করে যা মস্তিষ্ককে ব্যথার অনুভূতি উপলব্ধি করতে বাঁধা দেয়। ফলে ব্যাথা অনুভূত হয় না।
ক্যামব্রীজের রিসার্চার ড্যামিয়ানো ব্যারন জানান, ‘শরীরের বিভিন্ন অংশের দুরারোগ্য বা দীর্ঘস্থায়ী ব্যথা থেকে মুক্তি পেতে স্পাইনাল কর্ড স্টিমুলেশন দেওয়া নতুন কিছু নয়। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে এর কার্যকারিতা সাধারণতই বাধাগ্রস্ত হয়।’
এসব ডিভাইস থেকে ভালো ফল পেতে স্পাইনাল কর্ডে ৩২টি অবধি ইলেকট্রোড লাগাতে হয় যা তুলনামূলকভাবে বেশ বড় গঠন তৈরি করে যার পুরুত্ব প্রায় ১২ মিলিমিটারও হতে পারে! এর জন্য আবার শুধুমাত্র সাধারণ এনেস্থিসিয়ার ব্যবহার করে জটিল সার্জারি করতে হয়। এর ফলে এটি অনেকটা রিস্কি এবং স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আরো কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই পদ্ধতি খুব বেশি সুবিধাজনক না।

কিন্তু এখন ড. ব্যারোন ও তার সহকর্মীরা যে ডিভাইস বানিয়েছেন তা স্থাপনে সাধারণ এনেস্থিসিয়ার এনেস্থিসিয়ার মাধ্যমে ছোট একটি সার্জারিই যথেষ্ট। এই ডিভাইস অত্যন্ত পাতলা প্লাস্টিক ও পিওর গোল্ডের পাত দ্বারা নির্মিত যার সর্বোচ্চ পুরুত্ব ২ মিলিমিটারেরও কম।
এটাকে রোল করে এপিডিউরাল স্পেইসে স্থাপন করার উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে। স্থাপন করার পর আনরোল করলে এটি কয়েক মিলিলিটার বাতাস নিয়ে স্ফীত হয়, অনেকটা অতিক্ষুদ্র ক্যাম্প করার গদির মতো।
আরো পড়ুন: কীভাবে এবং কখন মিল্কিওয়ে একত্রিত হয়েছিল তার নতুন প্রমাণ
ইমপ্লান্ট করা ক্ষুদ্র ব্যাটারির মাধ্যমে এটা চালিত হতে পারে এবং মোবাইলের ওয়্যারলেস চার্জিং এর মতো করে সাধারণ ইন্ডাকশনের মাধ্যমে চার্জ দেওয়া যেতে পারে।
রিসার্চাররা আর্টিফিশিয়াল এপিডিউরাল স্পেইস হিসেবে ওয়াটার বেলুনের উপর এই ডিভাইসটি টেস্ট করেছেন।
ব্যারন ৬ টি মৃতদেহের (cadaver) পিঠের নিম্নভাগে সুচের মাধ্যমে এটি ইনজেক্ট করার প্র্যাকটিস করেছেন।
এটি ইমপ্লান্ট করা সহজ এবং ইমপ্ল্যান্ট করার পর আনরোল করে স্পাইনাল কর্ডে ফিট করানোও সহজ। গবেষক দলের ধারণা এই ডিভাইস দিয়ে জটিলতা রুপান্তর হওয়ার রিস্ক প্রতি এক লক্ষে মাত্র একজনের। এটার সর্বোচ্চ পুরুত্বের ক্ষেত্রেও তা বর্তমানের পদ্ধতিসমূহের থেকে বেশি নিরাপদ। এবং ইতোমধ্যে এটা বেশ নিরাপদ হিসেবে প্রতীয়মান হয়েছে। এটা নিয়ে আরো গবেষণা প্রয়োজন আছে বলেও জানান ড. ব্যারোন।
গবেষণাপত্র: Electronics with shape actuation for minimally invasive spinal cord stimulation, Science Advances (2021)