বিশ্বের ২০০ কোটি মানুষ বাস করছেন জলসঙ্কট যুক্ত দেশগুলিতে এবং ৩৬০ কোটি মানুষের বছরে অন্তত একমাস ধরে প্রবল জলসংকটের মধ্যে কাটাতে হয়। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যাটি ৫০০ কোটিতে গিয়ে দাঁড়াবে।
জেনেভায় অবস্থিত বিশ্ব আবহাওয়া সংস্থার (WMO) প্রকাশিত জল সংক্রান্ত রিপোর্ট “২০২১ স্টেট অব ক্লাইমেট সার্ভিসেস (WMO-No. 1278)” এর প্রকাশিত তথ্যে এমনটাই জানানো হয়েছে। এরকম আরও অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই রিপোর্ট যা সত্যিই খুব উদ্বেগের। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিয়য়টি, সেটি হলো ২০০০ সালের পর থেকে ২০ বছরে বিশ্বে বন্যজনিত দুর্যোগ বৃদ্ধি পেয়েছে ১৩৪ শতাংশ এবং বছরে খরার সময় বৃদ্ধি পেয়েছে ২৯ শতাংশ।
কিছু দেশ খুব ভালো অগ্রগতি করলেও ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট বা সংক্ষেপে IWRM দ্বারা জলসম্পদকে সুস্থায়ী ভাবে সঠিকভাবে ব্যবহারের উপযোগী করে তোলার লক্ষ্যমাত্রা ২০৩০ ধরা হলেও এখনও অবধি এর যা প্রগতি তাতে করে সেই দিন হয়তো অধরাই থেকে যাবে।
WMO তাদের রিপোর্টে এর জন্য বেশ কিছু সমস্যার কথা উল্লেখ করেছে, এর মধ্যে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক তথ্যের আদানপ্রদান এবং তথ্য না জানাকেই দায়ী করা হয়েছে। ১০১ টি সদস্য দেশের তথ্য তাদের হাতে এসে পৌঁছেছে জার মধ্যে ৪৩ শতাংশ দেশের তথ্য সংগ্রহকারী এবং ব্যবহারকারী সংস্থার মধ্যে আবহাওয়া বা জল সংক্রান্ত তথ্যের আদানপ্রদানের অভাব রয়েছে, ৬৭ শতাংশ দেশের জলসম্পদ বা জলঘটিত দুর্যোগের ব্যাপারে তেমন কোনও তথ্যই নেই, ৪০ শতাংশ দেশের তথ্য পাওয়া গেলেও সেগুলি জনসমক্ষে আনা হয়নি কখনও। ৩৪ শতাংশ দেশের মানুষকে বন্যা সম্পর্কে এবং ৫৪ শতাংশ দেশের মুষকে খরা সম্পর্কে পূর্বাভাস দেওয়ার পরিকাঠামো নেই, ৪৪ শতাংশ দেশের বন্যা কবলিত এবং ২৭ শতাংশ দেশের খরা কবলিত দুই তৃতীয়াংশ মানুষের কাছে পৌঁছানোর পরিকাঠামো আছে শুধু।
তবুও আশার কথা এটুকুই যে সুস্থায়ী উন্নয়নের জন্য বিশ্বব্যাপী বরাদ্দের পরিমাণ গত ২০ বছরে ৯ শতাংশ বেড়েছে। পানি মানুষের শরীরের জন্য, পরিবেশের জন্য এবং সভ্যতার অগ্রগতির জন্য সমানভাবে প্রয়োজনীয়। কিন্তু গত ২০ বছরে টেরেস্ট্রিয়াল ওয়াটার বা সমুদ্র বাদ দিয়ে বাকি যে পানির পরিমাণ মাটির ওপরে এবং নীচে মিলিয়ে, প্রতিবছর প্রায় ১ শতাংশ করে কমেছে। সবচেয়ে বেশি পরিমাণ হ্রাস হয়েছে এন্টার্কটিকা এবং গ্রীনল্যান্ড এর মত মেরু অঞ্চলে। এর কারণ হিসেবে মূলত বর্ধিত জনসংখ্যার চাপ এবং মানুষের চাহিদা বৃদ্ধিকেই দায়ী করা হচ্ছে।

গত ২০ বছরে প্রাকৃতিক দুর্যোগের ৩৪ শতাংশ ছিল বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্পত্তির ক্ষয়ক্ষতির ৩১ শতাংশের কারণ হলো বন্যা। এই রিপোর্ট এটাও উঠে এসেছে যে বিশ্বের ৬০ শতাংশ দেশেই উপযুক্ত পরিকাঠামো নেই জলঘটিত কোনও প্রাকৃতিক দুর্যোগকে সামলানোর।
এই রিপোর্টে বিভিন্ন মহাদেশকে নিয়ে আলাদা করে সমীক্ষার ফলাফল যা উঠে এসেছে তাতে করে এশিয়া মহাদেশে ১৯৭০ থেকে ২০১৯ সাল পর্যন্ত যতগুলি প্রাকৃতিক দূর্যোগ ঘটে গেছে এশিয়া মহাদেশে তার ৪৫ শতাংশ বন্যা, প্রাকৃতিক দূর্যোগজনিত মৃত্যুর ২৩ শতাংশ এবং প্রাকৃতিক দূর্যোগজনিত আর্থিক ক্ষয়ক্ষতির ৫৭ শতাংশের কারণ হলো বন্যা। আবার অন্যদিকে এই মহাদেশের মধ্যভাগের ৮০ শতাংশ, দক্ষিণভাগের ৭৮ শতাংশ এবং পশ্চিমভাগের ৬০ শতাংশ অঞ্চল তীব্র জলসংকটের মুখোমুখি হতে চলেছে। অথচ মাত্র ৩৫ শতাংশ দেশের পরিকাঠামো রয়েছে যা জলঘটিত দুর্যোগের মোকাবিলা করতে সক্ষম।

এইসমস্ত জলঘটিত দুর্যোগ থেকে বাঁচার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা এই রিপোর্ট বলা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে উপযুক্ত তথ্য জোগাড়ের ব্যবস্থা করা ও সেদিকে নজর দেওয়া, তথ্যের আদানপ্রদান আবহাওয়া ও দুর্যোগ নিয়ন্ত্রক সংস্থাগুলির মধ্যে যেন ঠিকভাবে হয় সেদিকে নজর দেওয়া, উপযুক্ত পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা করা, আন্তর্জাতিকভাবে তথ্য আদানপ্রদানের হার বাড়ানো, দুর্যোগ খাতে বরাদ্দ বাড়ানো এবং ক্ষতি কমানোর জন্য সঠিকভাবে তার ব্যবহার করা, মানুষের মাঝে জনসচেতনতা বাড়ানো, বিশেষভাবে মহিলাদের জলের ব্যবহার সম্পর্কে সচেতন করা যাতে তারাও জলের গুরুত্ব সম্পর্কে সচেতন হয়। ২০১৪ সাল পর্যন্ত মহিলারা মাত্র ১৭ শতাংশ জল ব্যবহার করতেন যা স্বাস্থ্য এবং শারীরবৃত্তীয় প্রয়োজনের তুলনায় খুবই কম।
এইসব বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষভাবে তৈরি ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পকে আরও মজবুত করে ২০৩০ সালের মধ্যে সম্মিলিত রস্ত্রপুঞ্জের ৬ নম্বর সুস্থায়ী উন্নয়নের ভিত অর্থাৎ বিশ্বের সকল মানুষের জল নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, এই লক্ষের দিকেই এগিয়ে নিয়ে যাওয়াই সকল রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিৎ বলে জানানো হয়েছে এই রিপোর্টে।
পানি ব্যবহারে এবং জলবায়ু পরিবর্তন ঠেকাতে সবার সচেতনতাই পারে আমাদের জীবন রক্ষা করতে। আসুন সবাই সচেতন হই, নিজে এবং নিজের ভবিশ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখি।
purchase viagra without prescription – buy viagra 100mg generic price viagra
buy prednisolone online – order neurontin 100mg sale cialis order
augmentin drug – augmentin 1000mg pills order tadalafil 10mg online cheap
buy sulfamethoxazole sale – cheap sildenafil generic buy viagra for sale
cephalexin drug – purchase cephalexin online cheap buy erythromycin 500mg generic
fildena 100mg generic – buy nolvadex 20mg ivermectin 6mg without prescription
buy rhinocort pills – buy antabuse 250mg purchase disulfiram pill
purchase cefuroxime – buy cialis 20mg pills cialis pill
ampicillin over the counter – order cipro 1000mg generic cialis 40mg canada
order amoxil 1000mg pills – oral zithromax buy levitra 10mg pill
generic for cialis – cialis prices order provigil 200mg online