জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেনীর শিক্ষার্থী সুমাইয়া জান্নাত; বিভাগের অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক এবং সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা পারভিনের তত্ত্বাবধানে গবেষণাটি পরিচালনা করেন।
গবেষণায় জানা যায়, বাংলাদেশের মিঠা পানির দেশি ১৫ প্রজাতির মাছের দেহে microplastic (MP) বা প্লাস্টিকের ক্ষুদ্র কণা পাওয়া গেছে। গবেষণা পত্রটি ১৬ই এপ্রিল Science of The Total Environment জার্নালে প্রকাশিত হয়।
যেসব মাছের পেটে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে তার মধ্যে রয়েছে কালিবাউশ, বেলে, টেংরা, কই, শিলং, বাটা, রুই, তেলাপিয়া, কমন কার্প, পাবদা, পুটি, রয়না, বাইন, টাটকিনি ও বাছা। তার মধ্যে টাটকিনি, টেংরা, ও মেনি মাছে বেশি পরিমাণে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে ট্যাংরা (Mystus vittatus) মাছে।

ছবি: Shumya Jannat/Jahangirnagar University
এ বিষয়ে সুমাইয়া জান্নাত বলেন, “স্নাতকোত্তরের থিসিসের কাজে ১৮ প্রজাতির দেশি মাছে মাইক্রোপ্লাস্টিকের প্রভাব নিয়ে অনুসন্ধান করি। এসব মাছের মধ্যে ১৫টি প্রজাতির পরিপাকতন্ত্রে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মাছগুলো সাধারণত কৃত্রিম উপায়ে মিষ্টি পানির জলাধারে চাষ করা হয়। পরীক্ষাকৃত মাছগুলোর ৭৩.৩ শতাংশতে প্লাস্টিকের কণা পাওয়া গেছে। গবেষণাকৃত মাছগুলো সাভার ও আশুলিয়া বাজার থেকে সংগ্রহ করেছিলাম। সাভারের বাজারে যেসব মাছ পাওয়া যায় সেগুলো সাধারণত বুড়িগঙ্গা, তুরাগ নদী কিম্বা আশেপাশের খাল থেকে ধরা হয়।”
ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড (FTIR) বিশ্লেষণ পরিক্ষায় দেখা গেছে যে যে মাছের gastrointestinal tracts (GIT) বা নমুনায় যেসকল পলিমার পাওয়া গেছে সেগুলো হলো: হাই ডেনসিটি পলিথিলিন (HDPE), পলিপ্রোপাইলিন-পলিথিলিন কপোলিমার (PP-PE) এবং ইথিলিন ভিনাইল অ্যাসেটেট (EVA)। এছাড়া মাইক্রোস্কোপিক বিশ্লেষণে দেখা গেছে যে মাইক্রোপ্লাস্টিক ফাইবারের আকারে ছিলো এবং এদের রঙ স্বচ্ছ ছিল। এই গবেষণার ফলাফলগুলি দেখায় যে সবচেয়ে নিচের স্তরে বসবাসকারী মাছে; ভাসমান এবং সামুদ্রিক মাছের চেয়ে বেশি পরিমাণে মাইক্রোপ্লাস্টিক (MP) উপস্থিত রয়েছে, যা নির্দেশ করে যে মাছের পেতে প্লাস্টিক খাদ্যের আবাসের সাথে সম্পর্কিত হতে পারে। যাইহোক, মাছের দৈহিক ওজন এবং দৈর্ঘ্যের পার্থক্য প্লাস্টিক গ্রহণে প্রভাব ফেলতে দেখা যায়নি।

ছবি: Fahmida Parvin
গবেষণার তত্ত্বাবধায়ক অধ্যাপক শফি মুহাম্মদ তারেক বলেন, “প্লাস্টিকে যেসব রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও আমাদের দেশে প্লাস্টিকের সঠিক ব্যবহার হয় না। যত্রতত্র মাটি ও পানিতে প্লাস্টিক পড়ে থাকতে দেখা যায়। যেহেতু পানিতে প্লাস্টিক ফেলা হয়, সেহেতু মাছ এগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে কিনা সেটাই জানতে চেয়েছি। কিন্তু উদ্বেগের বিষয় ১৮ প্রজাতির দেশি মাছের মধ্যে ১৫টি প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিক সন্ধান পেয়েছি। এ মাইক্রোপ্লাস্টিক খালি চোখে দেখা যায় না।”
মাছের মাছের পরিপাকতন্ত্রে পাওয়া এসব ক্ষুদ্রপ্লাস্টিকের পলিমার দৈনন্দিন ব্যবহৃত প্লাস্টিকের বোতল, জুস, শ্যাম্পুর বোতল, প্লাস্টিকের ব্যাগ, কনটেইনার, প্লাস্টিক ও ফোমের জুতা এবং মোড়ক ইত্যাদি থেকে পরিবেশে প্রবেশ করে এবং মাছ সেসব ভক্ষণ করে।
সহযোগী অধ্যাপক ফাহমিদা পারভিন বলেন, “আমরা মোট ১৮ প্রজাতির ৪৮টি মাছ নিয়ে পরীক্ষা করি। ১৮ প্রজাতির মাছের মধ্যে ১৫ প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান মেলে যা ৭৩.৩ শতাংশ। বাকি তিন প্রজাতি অর্থাৎ শিং, ফলি, ও গুলশা মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। যেসব মাছ পানির সবচেয়ে নীচের স্তরে বাস করে তাদের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি বেশি। বাংলাদেশের জলাধারগুলোতে প্লাস্টিক বর্জ্যসহ বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ফেলা হয়। সেখান থেকেই মাছের মতো জলজ প্রাণী দূষিত খাদ্য গ্রহণ করে।”

ছবি: Fahmida Parvin
শুধু বড় মাছেই নয়, ছোট ছোট মাছেও যে প্লাস্টিকের কণা রয়েছে এই গবেষণা থেকে সেটা প্রমাণিত হয়েছে। এছাড়াও গবেষণাটি মানুষকে সচেতন করতে সাহায্য করবে। এতে তারা জানতে পারবে যে বাংলাদেশের কোন মিঠা পানির মাছ এবং কোন স্তরের মাছে মাইক্রোপ্লাস্টিক রয়েছে।
প্লাস্টিক ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে।
গবেষনাপত্র: Abundance, characteristics and variation of microplastics in different freshwater fish species from Bangladesh, Science of The Total Environment (2021)
DOI: 10.1016/j.scitotenv.2021.147137
viagra 50mg for sale – brand viagra sildenafil 100mg canada
buy prednisolone 5mg generic – order cialis 5mg pills order tadalafil without prescription
augmentin cheap – cialis price walmart cialis 20mg drug
buy bactrim 480mg sale – sildenafil 50mg pill brand viagra
order cephalexin 250mg online cheap – cost cephalexin order generic erythromycin
sildenafil 50mg ca – ivermectin 6 mg pills ivermectin 6
budesonide cost – buy disulfiram 250mg sale order antabuse 500mg generic
cefuroxime 500mg tablet – buy methocarbamol 500mg sale tadalafil brand
order ampicillin 250mg online – ciprofloxacin 500mg sale tadalafil 40mg sale