নাসা প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের মূল্যবান স্পেইস টেলিস্কোপকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য। কিন্তু হাবল টেলিস্কোপ অজ্ঞাত এক কম্পিউটার সমস্যার জন্য গত এক সপ্তাহ ধরে অফলাইনে রয়েছে।
হাবল স্পেইস টেলিস্কোপকে ১৯৯০ সালে স্পেইসে পাঠানো হয় এবং তারপর থেকে মহাবিশ্বের যুগান্তরকারী অসাধারণ সব ছবি আমাদের উপহার দিয়ে যাচ্ছে। পৃথিবীকে প্রতিনিয়ত প্রদক্ষিণ করতে থাকা পর্যবেক্ষণাগারটি নক্ষত্রের জন্ম এবং মৃত্যু, প্লুটো এর চাঁদ এবং আমাদের সৌরজগতে প্রবেশ করা দুটো মহাজাগতিক বস্তুর ছবি এবং গতিপথ তুলে ধরতে সক্ষম হয়েছে। হাবল জোতির্বিদদের মহাবিশ্বের বয়স নির্ণয় এবং সম্প্রসারণ সম্পর্কে জানিয়েছে। এটা ১৩.৪ বিলিয়ন আলোকবর্ষ দূরের গ্যালাক্সি সনাক্ত করেছে, মহাবিশ্বের প্রাথমিক সময়ের আলো দেখতে আমাদের সাহায্য করেছে।

ছবিঃ নাসা।
টেলিস্কোপের মূল নিয়ন্ত্রক কম্পিউটারটি গত ১৩ জুন হঠাৎ বন্ধ হয়ে যায়। এই কম্পিউটারটি ১৯৮০ এর দশকে তৈরী, হাবলের মূল মস্তিষ্ক, উপগ্রহটার সকল বৈজ্ঞানিক যন্ত্রাংশের নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ করে। তাই নাসার ইন্জিনিয়াররা অতি দ্রুততার সাথে টেলিস্কোপের সকল ডেটা বিশ্লেষণ করে সমস্যা অনুমানের চেষ্টা চালিয়েছে।
আরও পড়ুনঃ নিজস্ব মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো নভোচারী পাঠালো চীন
তারা এখন পর্যম্ত কম্পিউটারের হঠাৎ সমস্যা হওয়ার কোনো কারণ নির্ধারণ করতে পারেনি। নাসা ১৪ জুনে চেষ্টা করেছিল, কম্পিউটার রিস্টার্ট করতে, কিন্তু তারা ব্যর্থ হয়। প্রাথমিকভাবে প্রাপ্ত ডেটাসমূহ থেকে সমস্যার সম্ভাব্য কারণ হিসেবে তারা কম্পিউটার মেমরি মডিউলে ক্রুটি লক্ষ্য করেন। তাই হাবল টিম চেষ্টা চালায় এর তিনটা ব্যাকআপ মডিউলের একটা দিয়ে টেলিস্কোপের নিয়ন্ত্রণ আনার। কিন্তু নতুন মডিউলে কাজ শুরুর জন্য কমান্ডটি প্রয়োগে ব্যর্থ হয়।

ছবিঃ নাসা
গত বৃহস্পতিবার হাবল টিম আবার চেষ্টা চালায়, তাদের বর্তমান মিউডল এবং ব্যাকআপ মডিউল দুটোকে অনলাইনে আনতে। কিন্তু এই দুই চেষ্টাই ব্যর্থ হয়।
নাসা তাদের শুক্রবারের আপডেটে জানায়,
“এখন হাবল টিম কিছু টেস্ট চালাবে এবং আরও বেশি ডেটা সংগ্রহের চেষ্টা করবে মূল সিস্টেমের সমস্যার আরও খতিয়ে দেখার জন্য।”
এই সময়ে, হাবলের সকল বৈজ্ঞানিক যন্ত্রাংশ অনেকটা “Safe Mode” এর মতো হাইবারনেশনে আছে। নাসার শুক্রবারের রিপোর্ট অনুযায়ী, যন্ত্রাংশগুলো ভালো অবস্থা রয়েছে।
হাবলের আরেকটা নিয়ন্ত্রক কম্পিউটার রয়েছে, এটা কার্যকর করা হবে, যদি নাসা আগের কম্পিউটারটা ঠিক করে অক্ষম হয়।
হাবল তার ৩০ বছরের জীবনে বেশ কয়েকবার ফিক্স এবং আপগ্রেডের স্বীকার হয়েছে!
এটা প্রথমবার নয় যে, হাবলে কোনো সমস্যা ধরা পড়েছে বা আপগ্রেডের দরকার, এমনকি এবছরেও প্রথমবার নয়। গত মার্চে, একটা সফটওয়্যার এররের জন্য পর্যবেক্ষণাগারটা “Safe Mode” এ চলে যায়। তবে নাসা সেটা এক সপ্তাহের মধ্যে ফিক্স করে এবং টেলিস্কোপকে অনলাইনে আনতে সক্ষম হয়।

হাবল প্রথম টেলিস্কোপ, যাকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন কক্ষপথে সার্ভিসিং করা সম্ভব হয়। জোতির্বিদরা পাঁচবার এর বিভিন্ন সমস্যা এবং পুরাতন যত্রাংশ পরিবর্তন করতে গিয়েছিলেন। যার সর্বশেষটা ছিল ২০০৯ সালে, যখন টেলিস্কোপ এ নতুন কম্পিউটার, ব্যাটারি, ইনসুলেশন, ক্যামেরা এবং ইস্পেকটোগ্রাফ লাগানো হয়।
নাসা নভেম্বরে তাদের সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্ট ‘জেমস ওয়েব টেলিস্কোপ’ পর্যবেক্ষণাগারটা স্পেইসে প্রেরণ করতে যাচ্ছে, যা হাবলের চেয়েও ১৫ গুণ বেশি ফিল্ড অব ভিও সম্পন্ন।

ছবিঃ নাসা
জেমস ওয়েব হাবলের বিপরীতে প্রেরণ করা না হলেও, হাবল পৃথিবীর অরবিটে চিরস্থায়ী নয়। ২০০৯ সালের শেষ বড়ো আপগ্রেডের সময় একটা অতিরিক্ত ডিভাইস যুক্ত করা হয়, যা একে ধীরে ধীরে পৃথিবীর দিকে আনবে, এবং বায়ুমন্ডলে ধ্বংস হয়ে যাবে। তবে এটা কবে কার্যক্রর করা হবে, তার আনুষ্ঠানিক কোনো সময়সীমা এখনও বলা হয়নি।
সুত্রঃ বিজনেস ইনসাইডার
আপডেট: ব্যাকআপ কম্পিউটারও অচল, কী আছে হাবলের কপালে?
আপডেট: ত্রুটি সমাধানের পর বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপ তার নতুন জীবন শুরু করেছে
viagra pills – order viagra 50mg pill buy sildenafil without prescription
prednisolone cost – purchase prednisolone for sale order tadalafil online cheap
augmentin 1000mg pills – cialis 10mg brand female cialis
bactrim online order – buy sildenafil 50mg online viagra 50mg for sale
buy cephalexin 250mg pills – cephalexin 250mg uk buy erythromycin 500mg online
fildena 50mg price – buy sildenafil 50mg sale buy stromectol 3mg
order rhinocort online – cialis 5mg usa brand disulfiram 250mg
buy cefuroxime 500mg generic – order cialis 5mg without prescription order cialis 10mg without prescription
brand ampicillin 250mg – oral ciprofloxacin 1000mg canadian cialis and healthcare
generic amoxicillin 1000mg – amoxicillin 250mg us order vardenafil 20mg generic
buy cialis tablets – legit canadian pharmacy online buy provigil 100mg online