জীববিজ্ঞানের দীর্ঘস্থায়ী মতবাদকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় এমন এক গবেষণা সম্প্রতি প্রকাশিত হয়েছে। গবেষণায় গবেষকরা দেখিয়েছেন যে স্তন্যপায়ী প্রাণীদেহের কোষ আরএনএ সিকোয়েন্সকে আবার ডিএনএতে রূপান্তর করতে পারে। ব্যাপারটা ভাইরাসের দেহের একটি সাধারণ বৈশিষ্ট্য হলে স্তন্যপায়ীদের মধ্যে যে হতে পারে সেটা অজানা ছিলো।
থমাস জেফারসন বিশ্ববিদ্যালয়ের ড. গুরুশঙ্কর চন্দ্রমৌলী ও তার সহকর্মীদের এই গবেষণা কাজ গত ১১ জুন বিখ্যাত জার্নাল Science Advances এ প্রকাশিত হয়।
জীববিজ্ঞানের কেন্দ্রীয় যে মতবাদ রয়েছে সেখানে আমাদের শেখানো হয় সর্বপ্রথম ডিএনএ সিকোয়েন্স ট্রান্সক্রিপটেড হয়ে আরএনএতে রুপান্তরিত হবে। আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে তারপর প্রোটিন তৈরি হবে। ডিএনএ থেকে আরএনএ তে ট্রান্সক্রিপশন সবসময় একমূখী, এই কাজের কারিগর, যাদের পলিমারেজ বলা হয় তারা শুধু ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে পারে। ফলে কখনো এর উল্টোটা হয় না। কিন্তু ‘পলিমারেজ-থেটা (Polθ)’ নামের এক এনজাইম এই উল্টো কাজটিই করে।
বিভিন্ন আরএনএ ভাইরাসে সাধারণত রিভার্স ট্রান্সক্রিপশন দেখা যায়, HIV তেমনি একটি ভাইরাস। বিজ্ঞানীরা HIV এর রিভার্স-ট্রান্সক্রিপটেজের সাথে এই পলিমারেজ থেটা’র তুলনা করেছেন। দেখা গেল “পলিমারেজ-থেটা’ একদম HIV এর রিভার্স ট্রান্সক্রিপটেজের কাজটিই করছে।
আরো পড়ুন:
অবাক করা ব্যপারে হল ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশনের সময় যতটুকু ভুল হয় তার চাইতে অনেক কম ভুল হয় এই আরএনএ থেকে ডিএনএ তে রিভার্স ট্রান্সক্রিপশনে। সাধারণ ট্রান্সক্রিপশনের বেলায় ১৪ টি পলিমারেজ এনজাইম কাজ করে এবং তার মধ্যে মাত্র তিনটি মূল ট্রান্সক্রিপশের কাজ করে, বাকি ১১ টি পলিমারেজের কাজ হল ডিএনএ-র কোথায় ভুল হয় তা দেখা এবং মেরামত করা। সেই তুলনায় “পলিমারেজ-থেটার” এই রিভার্স ট্রান্সক্রিপশন অনেক বেশি নির্ভুল।
ড. পমিরেন্টজ বলেছেন,
“আমাদের এই কাজ আরো অনেক গবেষণার দ্বার উন্মুক্ত করে দিয়েছে যেগুলো আমাদের নিজেদের কোষে আরএনএ মেসেজ কে ডিএনএ তে রুপান্তর করার মেকানিজম থাকার তাৎপর্য বুঝতে সাহায্য করবে।”
আমাদের দেহে এই রিভার্স ট্রান্সক্রিপশনের মেকানিজম থাকার কারণ সম্ভবত এর অধিক নির্ভুলতা। সুস্থ দেহে এটি তার নির্ধারিত কাজই করে, কিন্তু, বিজ্ঞানীরা ধারণা করছেন, ক্যান্সার কোষে এই মেকানিজম ক্যান্সার কোষ বিস্তারে এবং ক্যান্সার কোষকে দীর্ঘ সময় বেচে থাকতে সাহায্য করে। তাই ভবিষ্যতে এই বিষয়ের নতুন গবেষণাগুলো ক্যান্সার চিকিৎসায়ও বিপ্লব আনবে হয়তো!
গবেষনা পত্র: Polθ reverse transcribes RNA and promotes RNA-templated DNA repair, Science Advances (2021)