হৃদয় ব্যাথিত এই সংবাদটি টুইটারের মাধ্যমে প্রকাশিত হয়েছে। স্টিভেন ওয়েইনবার্গের মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যায় নি এখন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৮ বছর। স্টিভেন ওয়েইনবার্গ ১৯৩৩ সালে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেছিলেন।
তার আত্মজীবনীমূলক নোটটি নোবেল পুরষ্কার ওয়েবসাইট থেকে পড়তে পরেন।

স্টিভেন ওয়েইনবার্গ ছিলেন একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। আবদুস সালাম এবং শেল্ডন গ্ল্যাশোর সাথে মৌলিক কণার মধ্যে দুর্বল এবং তড়িৎ চৌম্বকীয় মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করা ইলেকট্রোউইক ফর্স (Electroweak force) বা ওয়েইনবার্গ–সালাম থিওরিতে অবদানের কারণে ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পান।
আমেরিকান পদার্থবিদ শান ক্যারল এক টুইট বার্তার উত্তরে খরবটি নিশ্চিত করেন,
Oh no. One of the best physicists we had; one of the best thinkers of any variety. Steven Weinberg exhibited extraordinary verve and clarity of thought through the whole stretch of a long and productive life. https://t.co/jRcUVME7EH
— Sean Carroll (@seanmcarroll) July 24, 2021