১৯৯৭ সালের পর এই প্রথম মৃতদেহের গন্ধযুক্ত পূর্ণাঙ্গ মানুষের থেকেও উঁচু শাখাযুক্ত পিনাস প্ল্যান্ট বা লিঙ্গ গাছের ফুল ফুটল নেদারল্যান্ডসের প্রাচীনতম ‘লেইডেন হোরটাস বোটানিকাস (Leiden Hortus Botanicus)‘ বোটানিক্যাল গার্ডেনে।
ছয় বছর বয়সী Amorphophallus গণের এই “লিঙ্গ’ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম Amorphophallus decus-silvae। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাগানের স্বেচ্ছাসেবক রুডমার পোস্টমা ৬ বছর আগে গাছটি বোপন করেছিলেন। পূর্ণাঙ্গ মানুষের থেকেও লম্বা হয় এবং ফুল ফুটলে মৃতদেহের পচে যাওয়ার মতো গন্ধ বের হয়।

এই ফুলের প্রস্ফুটন এখানে আসা দর্শকদের কাছেও এক বিরাট আগ্রহের বস্তু হয়ে দাঁড়িয়েছে এবং বাগানের মূল আকর্ষণ হয়ে উঠেছে কদিনেই।
এই গাছটি প্রায় ৬ বছর ধরে মাটির ওপর বৃদ্ধি পাবার পর এই ফুলটি ফুটেছে। প্রসঙ্গত উল্লেখ্য এই গাছটির কাণ্ড থেকে শাখাপ্রশাখা, সবটাই মাটির নীচে ছড়িয়ে পড়ে। মাটির ওপর দেখতে পাওয়া যায় শুধু বোঁটা আর ফুল। ‘লেইডেন হরটাস বোটানিকাস’ প্রতিষ্ঠা হয়েছিল ১৫৯০ সালে লেইডেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে৷ বাগানের স্বেচ্ছাসেবক রাডমার পোস্টমা’র কথায়, “এই গাছটি ছয় বছর ধরে মাটির ওপরে বেড়ে ওঠার পর প্রথমবার ফুল ফুটল।” তিনিই এই গাছটির পরিচর্যা করে চলেছেন।
এই গাছের মাটির নীচের অংশকে বলে টিউবার৷
সেপ্টেম্বর মাসের শুরুতে প্রথম কুঁড়ি এসেছিল যা থেকেই বোঝা গিয়েছিল খুব শীঘ্রই ফুল ফুটতে চলেছে। শেষ ১ মাসেই কুঁড়িটি বৃদ্ধি পেয়েছে ০.৫ মিটার এবং বর্তমানে ফুলের নীচের বোঁটাটির দৈর্ঘ্য হয়েছে ২ মিটার। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এই ফুলটি ফুটেছে লেইডেন বিশ্ববিদ্যালয়ের জানানো তথ্য অনুযায়ী। এরপর থেকেই গোটা বাগানের ভেতরেই ছড়িয়ে পড়েছে পচে যাওয়া মৃতদেহের গন্ধ, যার উৎপত্তি এই ফুলের পুষ্পমঞ্জরি। বাগানের আরেকজন স্বেচ্ছাসেবক রুস ককেন ফুলটির প্রস্ফুটনের একটি ভিডিও ধারণ করেছেন। তিনি জানান, “ফুলটির গন্ধ সকালে তেমন জোরালো নেই, সন্ধ্যার সময় খুব বেশি জোরালো হয়ে ওঠে”।
@plantwithroosCheck out this Amorphophallus decus-silvae in bloom for the first time in 24 years, and the 3r time EVER in Europe. It’s a very special, smelly day😅♬ original sound – Plant with Roos
বাগান কর্তৃপক্ষ এই লম্বা ফুলটিকে ভালো করে দেখানোর জন্য একটি মইএর ব্যবস্থাও পাশে রেখে দিয়েছে।
বন্য এই ফুল সাধারণত এই দুর্গন্ধ দ্বারা পরাগসংযোগকারী পতঙ্গ এমনকি মাছিকেও আকৃষ্ট করে। এরপর ধীরে ধীরে পরবর্তী ধাপ অর্থাৎ প্রজনন পর্যায়ে প্রবেশ করে এই উদ্ভিদ। তখন প্রচুর পরিমাণ পরাগরেণু নিঃসরণ করে থাকে যা দুর্গন্ধ দ্বারা আকৃষ্ট পতঙ্গদের সাহায্যে ছড়িয়ে পড়ে।
“যেহেতু লেইডেন বিশ্ববিদ্যালয়ের বাগানটিতে মাত্র একটিই পিনাস প্ল্যান্ট বা লিঙ্গ গাছ রয়েছে, সেজন্য বাগান কর্তৃপক্ষ ফুলের পরাগরেণু সংগ্রহ করে -৬০° সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করবে যা পরবর্তীতে অন্য কোনও পেনিস প্ল্যান্টের প্রজননে কাজে লাগানো যাবে”, জানান বাগানের গ্রিনহাউস ম্যানেজার রজার ভ্যান ভাগ।
বিশ্বের খুব কম কৃত্রিম বাগানেই এই পিনাস প্ল্যান্ট A. decus-silvae রয়েছে। ডাচ সংবাদমাধ্যম উম্রেপ ওয়েস্ট এর মতে এটি হলো ইউরোপে প্রস্ফুটিত হওয়া তৃতীয় ডিকাস সিলভা। প্রধানত ইন্দোনেশিয়ার নিরক্ষীয় আর্দ্র বনভূমি অঞ্চলে এই প্রজাতির উদ্ভিদের প্রচুর দেখা মেলে। হরটাস বোটানিকাস লেইডেনের কাছে Amorphophallus গণের প্রচুর উদ্ভিদ রয়েছে, এই নামের অর্থই হলো আকৃতিহীন বা বিকৃত পুরুষাঙ্গ।
“ডিকাস সিলভা (decus-silvae)” নামের অর্থ “অরণ্যের গৌরব” যা পুরুষের জননাঙ্গকে নির্দেশ করলেও এর জেনেরিক নামের থেকে কম নির্দেশক হিসেবে কাজ করে।
শেষবারের মতো এই ফুল ফুটেছিল ১৯৯৭ সালে। এই ফুল প্রস্ফুটিত হতে সাধারণত ২ দিন সময় লাগে। এই গাছের মাটির নীচের টিউবার অংশটির আবার পূর্ণাঙ্গ ফুল তৈরি করার মতো শক্তি সঞ্চয় করতে সময় লাগবে অন্তত ৬ থেকে ৭ বছর, জানান ভ্যান ভাগ।
সেচ্ছাসেবক পোস্টমা’র কথায়, “আমি খুব গর্বিত যে বাগানে আমরা অনুকূল পরিবেশ বানিয়ে রাখতে সমর্থ হয়েছি এবং ফুলটি প্রস্ফুটিত হয়েছে এবং ভবিষ্যতেও আমরা এই গাছটিকে উপযুক্ত পরিবেশ দিয়ে আবারও ফুল প্রস্ফুটিত করতে সাহায্য করতে পারবো।”
পেনিস প্ল্যান্টের ভিডিওর লিংক