সাধারণত আমাদের শরীরে কোনো ভাইরাস আসার পর বা ভ্যাক্সিন নেয়ার পর আমরা যেই এন্টিবডি তৈরী করি তা খুবই কার্যকরী হয়ে থাকে। একটি ভাইরাস কোনো কোষের ভেতর প্রবেশ করলে সেই কোষের মেকানিজম ব্যবহার করে নিজের অনেকগুলো কপি বা রেপ্লিকা তৈরী করে। এরপর সেই কোষের প্রোটিন নিজেদের গায়ে চাপিয়ে কোষ ভেঙে বেড়িয়ে আসে এবং অন্য কোষদের সংক্রমণ করতে ছুটে যায়। এন্টিবডির কাজ হল এই ভাইরাসদের সাথে আঠার মত লেগে যাওয়া যাতে তারা আমাদের কোষে ঢুকতেই না পারে। অর্থাৎ, এন্টিবডির কাজ করার জন্য এটা অবশ্যই জরুরি যে ভাইরাসরা আমাদের কোষের বাইরে অবস্থান করবে যাতে তাদের সাথে এন্টিবডি আগেই সংযুক্ত হতে পারে।

কিন্তু কি হবে যদি এই ভাইরাসদের কোষ ভেঙে বের হওয়ার প্রয়োজনই না পড়ে? তারা যদি এককোষ থেকে আরেক কোষে সংক্রামিত হতে পারে কোষের বাইরে বের হওয়া ছাড়াই? তখন তারা এন্টিবডির সংস্পর্শে আসবে না এবং যার ফলে তাদের দমন করাও সম্ভব হবে না এবং আমরা সবাই মারা পরব, তাই না?
আরো পড়ুন: গবেষণায় দেখা গেছে আমাদের স্মৃতিশক্তি প্রত্যাশার চেয়ে অনেক বেশি তথ্য ধরে রাখতে পারে
বিজ্ঞানীদের মাথাতেও সম্প্রতি এমন প্রশ্ন এসেছিল বহুল আলোচিত SARS COV-2 ভাইরাসকে নিয়ে যা কিনা কোভিড-১৯ রোগের জন্য দায়ী। দেখা গেছে যে তাদের কিছু ভ্যারিয়েন্ট আমাদের কোষের মাঝে এমন পরিবর্তন নিয়ে আসে যার ফলে সেই কোষ পাশের কোষের সাথে জোড়া লেগে যায়। এভাবে অনেক কয়টা কোষ একসাথে ফিউস হতে পারে। এসব বিশাল কোষদের ডাকা হয় syncytia নামে এবং এরা একেকটা বিশাল বিশাল করোনা ভাইরাস তৈরীর ফ্যাক্টরিতে রূপান্তর হয়ে যায়।
এই syncytia দের মাঝে থাকে অনেকগুলো নিউক্লি, যার ভেতর জেনেটিক ম্যাটেরিয়াল যেমন ডিএনএ থাকে, আর থাকে সাইটোপ্লাজমের সমাহার। একটা বিশাল কোষের মাঝে যদি এই দুই জিনিসের পরিমাণ অনেক বেশি থাকে তাহলে সেখানে ভাইরাস আরো দক্ষতার সাথে রেপ্লিকা তৈরী করতে পারে। আর এক কোষকে আরেকটা কোষের সাথে জোড়া লাগিয়ে ভাইরাসটা নিজের রেপ্লিকা তৈরীর কাঁচামাল সহজেই পেয়ে যেতে পারে কোষের বাহিরে পা রাখা ছাড়াই! এভাবে সে কোষের বাহিরে থাকা এন্টিবডিদের হাত থেকেও রক্ষা পেয়ে যায়, চমৎকার!

এরকম কোষেরা কেমন আচরণ করে মাইক্রোস্কপের নিচে সেটা দেখে আসা যাক
In cell-to-cell spread viruses manipulate cells to infect each other, helping the virus transmit. This video shows some of how this happens in SARS-CoV-2 pic.twitter.com/D87oJoyNJT
— Alex Sigal (@sigallab) June 2, 2021
ওপরের ভিডিওটা গবেষক Alex Sigal তার টুইটারে আপলোড করেছেন। তিনি এবং তার দল করোনা ভাইরাসের আলফা এবং বেটা ভ্যারিয়েন্টের ওপর গবেষণা করেছেন। তারা দেখেছেন যেসব ভ্যারিয়েন্ট কোষদের জোড়া লাগিয়ে সংক্রমণ করে তারা খুবই দক্ষতার সাথে এন্টিবডিদের এড়িয়ে চলতে পারে।
আরো পড়ুন: কোয়ান্টাম মাইক্রোস্কোপ তৈরি করলো গবেষকরা যা দিয়ে অসম্ভবকেও দেখা যাবে!
ভাইরাসরা মানুষ এবং অন্যান্য পশুদের সাথে হাজার হাজার বছর ধরে পাশাপাশি টিকে আছে। কালের পরিক্রমায় তাদের মাঝে এমন অনেক উদ্ভট ক্ষমতা তৈরী হয়েছে যাতে সংক্রমণ আরো ভালো ভাবে করতে পারে, যেমনটা র্যাবিস বা জলাতঙ্কের ভাইরাসের মত।
তার মানে কী আমাদের ভ্যাক্সিন এবং এন্টিবডি আর এদের ওপর কাজ করবে না? খুশির কথা হল, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিছু ট্রিকস ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে অযুত-নিযুত বছরের বিবর্তনের ফলে। সেটা কি তা আমরা এখনই জানব।
T-cells চেনেন? এরা হচ্ছে এমন শ্বেত রক্তকণিকা যাদের কাজ হল শরীরের সেই কোষ ধ্বংস করা যেটার ভেতর ভাইরাস বাসা বেধেছে। একেক T কোষ একেক ভাইরাসের ক্ষেত্রে কাজ করে। তাই ভ্যাক্সিন দেয়ার সময় শুধু এন্টিবডি তৈরী করার জন্য জিনিসপত্র দেয়া ছাড়াও উক্ত ভাইরাস স্পেসিফিক T কোষদেরও দিয়ে দেয়া হয়। তাই যদি এমন কোনো ভাইরাসের ভ্যারিয়েন্ট থাকেও যে আমাদের কোষদের জোড়া লাগিয়ে এন্টিবডির হাত থেকে বেচে থাকার চেষ্টা করছে, তাদের নির্মূল করে দেবে আমাদের T কোষ উক্ত অসুস্থ কোষকে ধ্বংস করে দিয়ে।
অতএব, ভাইরাসটা যে কোষ থেকে কোষে ছড়াচ্ছে ফিউশন করিয়ে সেটা নিয়ে আমাদের এতটা চিন্তা না করলেও চলবে। আমরা শুধু জানতে চাই ভাইরাসটা কীভাবে ছড়ায় যাতে করে আমরা এটাকে আরো ভালো করে টার্গেট করে প্রতিরোধ গড়ে তুলতে পারি। এমনটা এর আগে আমরা হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে দেখেছি এবং সেই তথ্য কাজে লাগিয়ে ভ্যাক্সিন উন্নত করে আরো ভালো এন্টিভাইরাল দিয়ে তাদের নির্মুল করতে পেরেছি।
গবেষণার পত্র: SARS-CoV-2 cell-to-cell spread occurs rapidly and is insensitive to antibody neutralization, bioRxiv (2021)
order viagra 150mg generic – viagra without prescription sildenafil 150mg generic
prednisolone sale – buy neurontin 100mg for sale tadalafil online order
oral clavulanate – oral augmentin buy cialis 20mg generic
brand bactrim – price viagra viagra 150mg price
cephalexin 125mg oral – buy cleocin generic buy erythromycin 250mg online
order fildena for sale – order fildena 100mg without prescription price of stromectol
generic budesonide – order antabuse generic order disulfiram for sale
order generic cefuroxime 250mg – tadalafil pill cialis buy online
ampicillin 250mg canada – ampicillin 500mg generic tadalafil 20mg price
buy amoxicillin 500mg pill – generic amoxil 500mg buy levitra 10mg