১৯ মিলিয়ন বছর আগে হঠাৎ করেই পৃথিবী থেকে উধাও হয়ে গিছেছিলো হাঙ্গর গোত্রের ৯০ শতাংশ প্রাণী– এরকম তথ্যই উঠে এসেছে নতুন গবেষণায়। Yale University’র Institute for Biospheric Sciences -এর ড. সাইবার্ট এবং তার কো-অথর লিয়াহ রুবিন এর এই গবেষণা গত ৪ জুন, ২০২১ তারিখে বিখ্যাত জার্নাল Science এ প্রকাশিত হয়েছে।
ড. সাইবার্ট ও তার সহকর্মীরা ৮৫ মিলিয়ন বছর পুরোনো সাগরের তলায় প্রপ্ত ফসিলগুলো ঘেটে দেখছিলেন। তাদের উদ্দেশ্য ছিল প্রাচীন সাগরের জীবজগত সম্পর্কে ভালভাবে জানা। তারা উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের তলা থেকে প্রাপ্ত ক্ষুদ্র ফসিল সমুহ ও বিভিন্ন প্রজাতির ফ্রিকোয়েন্সী বিশ্লেষণ করেছেন। ডেটা সাজাতে গিয়েই তারা একটা অসংগতি লক্ষ্য করেন। ১৯ মিলিয়ন বছর আগে প্রতি পাঁচটা মাছের সথে একটা করে হাঙ্গেরের দাঁতের ফসিল পাওয়া যাচ্ছিল, কিন্তু ১৯ মিলিয়ন বছরের পর থেকে দেখা গেল একটা হাঙরের বিপরীতে ১০০ টা করে মাছের ফসিল পাওয়া যাচ্ছে।
আরো পড়ুন:
২৪,০০০ বছর পরে আবার প্রাণবন্ত হয়ে উঠলো হিমায়িত বহুকোষী অনুজীব
পৃথিবীর সাগরগুলোতে ৪০০ মিলিয়ন বছর থেকে হাঙরের বিচরণ। এর মধ্যে কয়েকটি বড় বড় বিলুপ্তির ঘটনা ঘটে গেছে। সেগুলো সবকটির ঝড়ঝাপ্টা মোকাবেলা করে এখনো টিকে আছে হাঙর। ক্রিটেসিয়াস-প্যালিয়জেনিক মহা বিলুপ্তিতে পৃথিবীর তিন-চতুর্থাংশ জীব হারিয়ে যায়। কিন্তু সেই মহা বিলুপ্তির সময় হাঙরের বিভিন্ন প্রজাতিতে যে ক্ষতি হয়েছিল তার দ্বিগুণ ক্ষতি হয়েছে ১৯ মিলিয়ন বছর আগের ঔ রহস্যময় ঘটনায়।


ছবি: Elizabeth Sibert
এই ঘটনাটাকে বিজ্ঞানীরা “রহস্যময়” বলছেন, কারণ ঔ সময়ে পৃথিবীর কোনো বড় পরিবর্তনের খবর আমরা জানি না। ঔ সময়ে বড় কোন বিলুপ্তির ঘটনাও জানা নেই। আবহাওয়ারও খুব পরিবর্তন হয়নি। ক্রিটেসিয়াস-প্যালিয়জেনিক বিলুপ্তির কারণ হিসেবে যেমন মনে করা বড় অ্যাস্টোরয়েড বা উল্কার আঘাত, সেরকম কোন ঘটনারও কোনো দেখা মেলেনি। সবচেয়ে বড় কথা, সেই সময়ের অন্য কোনো প্রজাতির মধ্যে এত বড় বিলুপ্তি দেখা যায়নি!
ডঃ সাইবার্ট বলেন,
“জীববিজ্ঞান আমাদের বলছে যে ওই সময়টা পৃথিবীর ইতিহাসের সত্যিই একটা গুরুত্বপূর্ণ সময় যেটা আমরা জানতাম না।”
এখন দেখার পালা ভবিষ্যতের গবেষণায় কী কী নতুন তথ্য উঠে আসে।
গবেষনাপত্র: An early Miocene extinction in pelagic sharks, Science (2021)
সুত্র: সায়েন্স
Comments 1